সাহিত্য সাময়িকী। চাই বিষমুক্ত বিশ, রফিক হেলাল ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ কবি: রফিক হেলাল দুই বিশ পেরিয়ে, তিন বিশের কাছাকাছি বহু বিষ সয়ে আজও ভালই তো আছি বিষাক্ত সমাজে বিষকে আপন করেছি তাই বিষে বিষে বিষাক্ত, তবু বেঁচে আছি। মুখে অমৃত মনে গরল, হিংসায় ঝরে বিষ দংশিত বারেবার, তবু অন্যায়ে করিনি কূর্ণিশ সব বুঝি,বলতে পারিনা, শুধু নিষ্ফল চেষ্টা সব পাই,তবু মেটেনা নির্মল পৃথিবী দেখার তেষ্টা কেলটিয়ে হাসে মিথ্যাবাদিরা,ওদের চোয়াল শক্ত ছড়িয়ে চারিদিকে, সুবিধাবাদি আর পাচোষা ভক্ত মিথ্যার স্তুপ সরাতে পারিনা, আমরা যে অসহায় চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কি আছে উপায় ? কি হবার আর কি হচ্ছে, ভাবলে মনে হয় ইশ! আর চাইনা বিষ, চাই বিষমুক্ত দু’হাজার বিশ। ——– রফিক হেলাল ০১/০১/২০২০ SHARES সাহিত্য বিষয়: