গাজীপুরে আবারো ঝোঁকে বসেছে তীব্র শীত ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ সুজন মাহমুদ,গাজীপুর। সারা দেশের মত গাজীপুরেও তৃতীয় ধাপে ঝেকে বসেছে তীব্র শীত। এতে নানা সমস্যায় পরছেন সাধারণ মানুষ।বের হতে পারছেন না সাধারণ কর্মজীবি মানুষ।ভিবিন্ন জায়গায় দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে অনেকেই। শীতের সাথে সাথে হাল্কা বাতাসও বইছে যার জন্য তেমন বেশি মানুষ রাস্তায় দেখা যাচ্ছে না। জানা গেছে আমাগীদিন গুলোতে শীত আরো বাড়তে পারে,সাথে বৃষ্টিও হতে পারে। SHARES জাতীয় বিষয়: