ক্যাসিনোর কশাঘাত, রাশেদুল ইসলামের কবিতা ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ রাশেদুল ইসলাম “ক্যাসিনোর কশাঘাত ” -রাশেদুল।। ======<>===== আমরা সবে মাতিয়ে রই নতুন খেলার দেশে- সাঙ্গ হবে দেশটি তবে ক্যাসিনো খেলা শেষে। নেতা কর্মী খেলে সেথা মদের দোলায় শুয়ে- ভোরের রবি জাগায় তাদের বাহান্ন তাস ছুঁয়ে। সন্ধ্যা সকাল খেলার মেলা-কুল কিনারা ছাড়ি রং বেরঙের জুয়া খেলে বিক্রি ভিটা বাড়ি। বাংলা ভরা, জুয়ার লতা তরতরিয়ে ওঠে, জুয়াই জান!সবাই যেন পাল্লা দিয়ে ছোটে। কোন্ অকুলের সন্ধানেতে কোন্ পথে দেশ ভেসে- অতি লোভে নষ্ট তাঁতি,তাই-তো যাচ্ছে ফেঁসে। ওয়ান-টেনের তীব্র বান দিক্বিদিকে লাগে, নষ্ট সমাজ,ধ্বংস আশা, ঘৃণা সবে জাগে; সবার মুখে স্বপ্ন ছুটে, আঁধার আসে ঘিরে! সবার পানে বজ্র হানে হৃদয় চিরে চিরে! বুকের মাঝে শঙ্কা লাগে দেশের কর্ম সারা! জান্ত মরণ নাকের ডগায়,মত্ত মাতাল যারা! একাত্তের হাতিয়ার কি গর্জে উঠবে আরো? ওদের নিধন না করিলে দেশের বাজবে বারো!! SHARES সাহিত্য বিষয়: