জার্মানিতে গুলিতে ছয়জন নিহত: পুলিশ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০ জার্মানির দক্ষিণাঞ্চলীয় রট আম জে শহরে শুক্রবার গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত ও দুইজন মারাত্মক আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক বিল্ড বলছে, নিহতরা বন্দুকধারীর পরিবারের সদস্য৷ বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে৷ স্থানীয় সময় দুপুর পৌনে একটার সময় রট আম জে শহরের একটি ভবনের কাছে এই ঘটনা ঘটে৷ রট আম জে শহরটি ফ্রাঙ্কফুর্ট থেকে ১৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত৷ গত অক্টোবর মাসে জার্মানির হালে শহরের একটি সিনাগগের কাছে একজন উগ্র ডানপন্থির গুলিতে দুজন নিহত হয়েছিলেন৷ এর আগে ২০১৬ সালের জুলাই মাসে অবৈধভাবে অনলাইন থেকে কেনা একটি পিস্তল দিয়ে একজন টিনএজার নয়জনকে গুলি করে হত্যা করেছিলেন৷ মিউনিখের একটি শপিং মলে এই ঘটনা ঘটেছিল৷ জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স) SHARES প্রচ্ছদ বিষয়: