ইয়াবা কারবার কুড়িগ্রামের চর রাজিবপুরে ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার। ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ পুলিশের হাতে আটক কৃত ইয়াবা ব্যবসায়ীরা কুড়িগ্রাম থেকে মুরাদুল ইসলাম মুরাদঃ কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার মাস্থান মোড় নামক স্থান থেকে ১৯৫ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করেছেন চর রাজিবপুর থানা পুলিশ। তারা হলো ইয়াবা সম্রাট বাবুল(৩৭) ও রুহুল (৩৮)। চর রাজিবপুর থানার এস আই গোলক চদ্র ও এস আই আঃ রউফ এর নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেন। SHARES জাতীয় বিষয়: