ভারত তিন-চার মাসের মধ্যেই বন্ধ হবে সমস্ত মাদ্রাসা। আসামের শিক্ষামন্ত্রীর ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০ আসামের শিক্ষা মন্ত্রী হেমন্ত শর্মা English বাংলা news ডেস্ক: আগামী তিন-চার মাসের মধ্যেই অসমে সরকারি পৃষ্ঠপোষকতায় সমস্ত মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার ঘোষণা দিলেন বিজেপি শাসিত অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত শর্মা। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, সরকারি মাদ্রাসা, সংস্কৃত টোল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাষ্ট্রের টাকায় আরবি ভাষা শেখানো, ধর্মগ্রন্থ শেখানো সরকারের কাজ নয়। তাই খুব শীঘ্রই সরকারি মাদ্রাসা, টোলগুলো হাইস্কুলে রূপান্তরিত করা হবে। এদিন তিনি আরো বলেন, সরকারী টাকায় ধর্মগ্রন্থ পড়ানো যাবে না। ধর্মের কথা কেউ জানতে চাইলে নিজের টাকায় শেখাতে পারে, সেটা অন্য বিষয়। তাহলে শুধু কোরআন কেন? স্কুলে বাইবেল গিতাও শেখাতে হবে বলে দাবি করেন তিনি। SHARES আন্তর্জাতিক বিষয়: