৬ মাসের জন্য মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ বেগম খালেদা জিয়া স্টাফ রিপোর্টার: দুই বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনকে ছয় মাসের জন্য মুক্তি সিদ্ধান্ত দিয়েছে সরকার৷ এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷ তবে শর্তসাপেক্ষে খালেদাকে দেয়া হচ্ছে এ মুক্তি৷ এই ছয় মাস তাকে চিকিৎসা নিতে হবে দেশে থেকেই৷ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া৷ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এর প্রিজন সেলে তাকে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্যগত অবস্থার অবনতির কথা উল্লেখ করে তাঁর পরিবারের পক্ষ থেকে এর আগে দুবার জামিনের আবেদন করা হয়েছিল। SHARES গণমাধ্যম বিষয়: