করোনায় লালমনিরহাটে চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে বাধ্য করছেন আকিজ বিড়ি ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ বিড়ি তৈরির দৃশ্য https://englishbanglanews.com/wp-content/uploads/2020/04/received_2510060622580134.mp4 লালমনিরহাট প্রতিনিধি: চাকুরিচ্যুতির ভয় দেখিয়ে শ্রমিকদের কাজে বাধ্য করছেন লালমনিরহাটের সাপ্টিবাড়িতে অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরীর একটি শিল্প প্রতিষ্ঠান। মঙ্গলবার সকাল থেকে পর্যন্ত শ্রমিকদের ফোন দিয়ে তাদের কাজে যোগ দেওয়ার তাগিদ দেয় আকিজ বিড়ি ফ্যাক্টরি কর্তৃপক্ষ। https://englishbanglanews.com/wp-content/uploads/2020/04/received_522276265133655.mp4 লালমনিরহাটের সাপ্টিবাড়িতে আকিজ বিড়ি ফ্যাক্টরীতে শ্রমিকদের অভাবের সুযোগ নিয়ে, তাদের দিয়ে সামাজিক দুরত্ব বজায় না রেখেই বিড়ি তৈরী করাচ্ছে সেখানকার প্রভাবশালী মহল ও আকিজ বিড়ি কোম্পানির লোকজন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হতেই ম্যানেজার হ্যান্ড মাইক নিয়ে শ্রমিকদের দ্রুত বাড়িতে যেতে বলেন। আমরা লাইভ করার এক পর্যায়ে কোম্পানির লোকজন তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালাতে আসে। এরপর সেখানকার কিছু সচেতন যুবকরা এসে আমাদের ফিরে আসতে সাহায্য করে। https://englishbanglanews.com/wp-content/uploads/2020/04/received_222192002456079.mp4 এদিকে সারা দেশের শিল্প প্রতিষ্ঠান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। তবে এ ঘোষণা মানছেন না আকিজ বিড়ি ফ্যাক্টরি লালমনিরহাট। শ্রমিকদের অভিযোগ, এ শিল্প প্রতিষ্ঠানে ১ হাজার শ্রমিককে কাজে যোগদান করিয়েছেন। উল্লেখ থাকে যে, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য জনাব সোহরাব হোসেন এটা পরিচালনা করেন। শ্রমিকদের খাবার বাড়িতে দেয়ার কথা থাকলেও তারা সেটা করেনি। বরং উল্টো শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছেন। SHARES জাতীয় বিষয়: