রবীন্দ্রনাথ কে নিয়ে বাদল আশরাফ এর বিখ্যাত কবিতা, নির্বাক পঁচিশে বৈশাখ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ৮, ২০২০ বাদল আশরাফ নির্বাক পঁচিশে বৈশাখ -বাদল আশরাফ পঁচিশে বৈশাখ! তোমার জন্মদিন আজ- বীণাহীন অম্বরে নাচে আঙুল আমার, বাজে না কোনো সুর হীরা-চুনি-পান্না বিবর্ণ পড়ে আছে আলোহীন আমাদের পূর্ব-পশ্চিম! আজ গাইব না তোমার সুধাভরা গান সুরভিত বকুল তলায়, সমবেত হব না রমনার বটমূলে! আমরা কেউ রাজা-মহারাজা নই আজ সকলেই সমান, প্রজা অতি সাধারণ, বন্ধ সকলের পাখা হারিয়ে কংবা বাহিরে যাওয়া তোমার আমার সকলের জন্য মানা! সবুজের উচ্ছাস আছে চারিদিকে মধুময় হিল্লোলে আছে পঁচিশে বৈশাখ তবু নির্বাক আজ- তোমার স্রষ্ঠার অ-সুখে পৃথিবী হয়ে আছে এক দুঃখের গ্রহ! তোমার কিনু গোয়ালার গলি থেকে শিলাইদহ, কাবুলিওয়ালার দেশ রাশিয়া, জাপান বিলেতের জনপদ, সমগ্র চরাচর উপন্যাস করোনার কপট হিংসায় বাঁধা! এখন আমাদের মগ্নতা জুড়ে আরাধনা গবেষণা দিনরাত পুনর্জীবনের তাড়নায়, তবুও চকিতে বলে উঠি তোমারই সুরে সুরে- “মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” ০৮মে.২০২০ SHARES প্রচ্ছদ বিষয়: