সলফেরিনো থেকে উহান – বাদল আশরাফ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ বাদল আশরাফ সলফেরিনো থেকে উহান – বাদল আশরাফ সলফেরিনো থেকে উহান দূরত্ব খুব বেশী নয় শুধু সময়ের ব্যবধান সার্ধশত বৎসরের! ভাবতে পারো কী বিভীষিকাময় সেই দিন যুদ্ধের উন্মাদনায় লাশ আর লাশ রক্তের স্রোত আহতের যন্ত্রনায় স্তব্ধ বাতাস যেমন আজ আমাদের বন্ধ নিঃশ্বাস! উহান থেকে যে যুদ্ধের শুরু আজ সেটা ভয়ানক এক পক্ষীয়, সেদিনের মত অস্ট্রিয়ান আর প্রতিপক্ষ ফ্রাঙ্কো সার্ডিনিয়ান এলায়েন্স শুধু হয়নি হত, আহত ক্ষতবিক্ষত…. আমাদের ঘিরে আছে অদৃশ্য কেউ যেনো বিনা প্রতিরোধে মানবতা প্রতিদিন মৃত্যুর কাছে নত কেঁপে ওঠে পৃথিবীর সব সলফেরিনো! হেনরী ডুনান্ড! আজ মনে হয় সেদিন তুমি সলফেরিনোর শুধু সমব্যথী কিংবা পথের দিশা নও তুমি ছিলে দেবদূত চিরকাল মানবিক সৌন্দর্য বিকাশের! আজ তোমারই মত একজন মানবিক মহাযোদ্ধার বড় প্রয়োজন…..! SHARES জাতীয় বিষয়: