বাড়ি আসো বাবা – বাদল আশরাফ এর কবিতা ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ৯, ২০২০ বাদল আশরাফ বাড়ি আসো বাবা – বাদল আশরাফ বাবা! বাড়ি আসো আমার মন ভালো নেই তোমাকে ছাড়া ভালো লাগে না কিছু করোনাকে বলো তোমাকে ছেড়ে দিতে! তুমি নেই বলে আমার ঘুম নেই তোমাকে ছাড়া আমি কী করে ঘুমাই! আমার ঘুম আসে না কিছু ভালো লাগে না তুমি বাড়ি আসো বাবা আমি আর কত কাঁদবো একা একা! আমার ক্ষিদে পায় খুব তবুও খেতে পারিনা একটুও আমার পুতুলটাও খায়না কিছু, তোমার হাতে ছাড়া আমি খাই কী বলো! বাবা! বাড়ি আসো তোমার সাথে খুব কথা আছে সব বলবো তোমায়- তুমি নেই বলে আমাকে আর কেউ বাসে না ভালো আদর করেনা মা! অথচ আমি একটুও করিনা দুষ্টুমি লেখা-পড়া করি ঠিকঠাক কোনো কিছু করি না এলোমেলো তবে এমন হলো কেনো? বাবা! বাড়ি আসো তাড়াতাড়ি তুমি নেই বলে চুপচাপ মা, গল্প করেনা হাসে না একটুও শুধু বলে, বসে বসে ছবি আঁকো! অনেক ছবি এঁকেছি বাবা- তুমি আর মা পাশটিতে এক টুনটুনি পাখি সেটা আমি! বাবা! তুমি দেখবে না সেই ছবি? তোমার বাড়ি আসা কী অনেক দেরি? তাহলে করোনাকে বলো আমাকে তোমার কাছে নিয়ে যেতে! ০৬মে২০২০ SHARES সাহিত্য বিষয়: