মাকে নিয়ে বাদল আশরাফ এর বিখ্যাত কবিতা -দুয়োরাণী মা আমার ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১০, ২০২০ বাদল আশরাফ ♥মা দিবস♥ দুয়োরাণী মা আমার -বাদল আশরাফ যে আমার মুঠো ভরে এনে দেয় চাঁদ সে আমার জন্ম জননী; মা ঘোর লাগা দশ মাস স্বপ্ন বিলাসে মগ্ন এক মহীয়সী নারী! সে যেনো বিশাল রূপকথা জুড়ে এক দুয়োরাণী অসহ আন্ধকারে অতন্দ্র অরণী- বুকে তার স্বপ্ন হাসে প্রতিদিন আমায় দেখবে সে রাজপুত্রের শোভিত আসনে সমাসীন! আঁচলে জোনাকি বেঁধে কথা উপকথা ঘুমপাড়ানির ছড়া শুনিয়েছে আরও কত শত গান- তার সুর সুধা হয়ে ভরে দিত প্রাণ! অন্যরা যা খুশি ভাবুক আমারই মাকে শুধু মনে হতো মা! তার চোখে জ্বলে ওঠা তারার আলো আমাকে দেখায় পথ নাবিকের মত সেই পথে ছুটে চলে আমার জীবন রথ! দূর যাই! ফিরে আসি যত দিন-যুগ পর তখনও বসেই মা আমার পথের উপর! আজও তার মুখে হাসি, ধ্যানী প্রতিদিন কাটে আমার কল্যানে- কালো ছায়া, অপচ্ছায়া, রোগ-শোক, মহামারী, করোনার থাবা আমায় কখনো যেনো করে না মলিন! আমার মুঠোয় চাঁদ অবারিত আলো দুয়োরাণী মা আমার থাকো তুমি ভালো! ১০মে.২০২০ SHARES জাতীয় বিষয়: