ভারতে করোনাভাইরাস পরীক্ষাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পর সব হারিয়ে কয়েকশ মুসলিম আশ্রয় শিবিরে ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ ছবি অনলাইন অনলাইন ডেস্ক:ভারতে পশ্চিমবঙ্গের হুগলী জেলার যে অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, সেখানকার বেশ কয়েকশো মানুষ আশ্রয় শিবিরে রয়েছেন। ঘর জ্বলেছে মুসলমান সম্প্রদায়ের মানুষেরই। তারা বলছেন, ঘরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে – নতুন করে জীবন শুরু করতে হবে এদের। হুগলী জেলার চন্দননগর লাগোয়া তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের দু`দিন পরে আজ সেখানে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ বলছে এখনও পর্যন্ত ১২৯কে তারা গ্রেপ্তার করেছে, আটক করা হয়েছে আরও ২১ জনকে। চটকল এলাকার কয়েকশো ঘর দাঙ্গায় জ্বলে পুড়ে যাওয়ায় বহু মানুষ এখন স্থানীয় স্কুল বা আত্মীয় পরিজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর তার মধ্যেই কেউ কেউ নিজের ঘরে ফিরে গিয়ে খুঁজে দেখছেন যে কিছু অবশিষ্ট আছে কি না। SHARES আন্তর্জাতিক বিষয়: