রৌমারীতে কবি মু আ রাজ্জাক স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ মুরাদুল ইসলাম মুরাদ: রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে রৌমারীর কৃতিসন্তান সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, শিক্ষানুরাগী, সাংবাদিক ও কবি মু আ রাজ্জাক এর বর্ণাঢ্য কর্মময় জীবন স্মরণে নাগরিক কমিটির আয়োজনে রৌমারী সরকারি কলেজ হলরুমে সকাল ১১টায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক , গণকমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর ফেরদৌস। শোক সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, সাহিত্যিক কাইউম আজাদ বাবুল, রৌমারী মহিলা ডিগ্রী সহযোগী অধ্যাপক ও প্রয়াস নাট্য সংঘের সভাপতি এম এ ছামাদ খাঁন, রৌমারী সরকারি কলেজের (অবসর প্রাপ্ত )সহযোগী অধ্যাপক আব্দূল আউয়াল, রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, সুবচন কবিতা পরিষদের সভাপতি আন্জুমান আরা, রৌমারী সরকারি কলেজেরসহযোগী অধ্যাপক এম আর ফেরদৌস, রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও মুক্তাঞ্চল সাংস্কৃতিক সংগঠনের পরিচালক আকতারুজামান, নুরুল ইসলাম সরকার, সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, সমাজকর্মী ও সাংবাদিক শাহ মোঃ আঃ মোমেন (শোকসভা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব), উন্নয়ন কর্মী আহসান হাবিব,রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মুনছের আলী, শৌলমারীএম আর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিনু,রৌমারী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আ:হাই, দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, দর্পণ নাট্য সংসদের পরিচালক ও নাট্যাভিনেতা জুয়েল চৌধুরীসহ প্রমুখ। কবি মু আ রাজ্জাকের শোকসভায় বক্তাগণ বলেন,তিনি একাধারে একজন সাংবাদিক, সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব , সামাজিক আন্দোলনের সংগঠক শিক্ষানুরাগী কবিসহ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে আলোকিত সমাজ বিনির্মাণের চলমান সংগ্রামকে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বেগবান করার আহবান জানান। এসএম SHARES সারাদেশ বিষয়: