আমি দেবী নই-বাদল আশরাফ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ আমি দেবী নই বাদল আশরাফ সারা জীবন কাটালে তুমি মালাকর হয়ে কত যে গেঁথেছ মালা কত ফুলদলে অথচ আমার গলায় পরালে না একটিও, আমি আরাধ্য দেবী নই বলে…. তবুও সাধ হয় তোমার হাতে মালা পেতে! হলো না মালাকর! আজও অপূূর্ণ আকুল এই কামনা আমার তারপরও কাটে দিন অনাবিল…. যদিও তোমার স্বপ্নের প্লাবন নিয়ত ভাঙে আমার বুকে বয়ে যাওয়া নদীর দু’পাড়…. আমার বুকের সুবর্ণগ্রামে নামে হাহাকার! ফিরে চাও মালাকর- তোমার স্বপ্নস্রোতের মত খর স্পর্শেও নদীর পড়শীরা হাসিমুখে থাকে অনাহারী, জীবন বাজি রাখে চোখ বুজে তুলে আনে ভেসে যাওয়া নিথর বেনারসি! মালাকর! ছিঁড়ে যায় সব মালা- সলিল সমাধি হয় তোমার আরাধ্য দেবীর শুধু আমি থাকি তোমার বধির ছায়া হয়ে! ৃ SHARES সাহিত্য বিষয়: