কুড়িগ্রাম একজন পরোপকারী বন্ধু বাবু ভাই ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ এনামুল হক বাবু স্টাফ রিপোর্টার: সবার কাছে বাবু ভাই নামে পরিচিতি। তার আসল নাম এনামুল হক বাবু। তার জন্মস্থান কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে। পেশায় একজন ইলেকট্রনিক্স মেকানিক্স। রেডিও টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র মেরামত করেন। তারপর তিনি একজন বড় মাপের মানুষ। সব সময় হাসি খুশি থাকেন। আর পরোপকারী করতে ব্যস্ত থাকেন। সামান্য আয় করার পরেও মানুষের বিপদে পাশে তার দান অনেক বড় হয়। মানুষের বিপদের কথা শুনলে সবার আগে যিনি ঝাঁপিয়ে পড়েন তার নাম বাবু ভাই। আমি বাবু ভাইয়ের সর্ব মঙ্গল কামনা করছি। সম্পাদক/প্রকাশক www.englishbanglanews.com SHARES সারাদেশ বিষয়: