জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী সফির বাসায় রাতের অন্ধকারে চুরি ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ শফিকুল ইসলাম সফি স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী সফিকুল ইসলাম সফির কুড়িগ্রাম শহরের বাসা থেকে গতকাল রোববার রাতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে শফিকুল ইসলাম সফি তার নিজের ফেসবুক ওয়ালে মে পোষ্ট করেন তা নিম্ন তুলে ধরা হলো এমন দুর্ভাগ্য নিয়ে জন্মায়ছি প্রতিটা মুহুর্তে দুঃসংবাদের অপেক্ষায় থাকি। গতকাল রাতে আমার বাসার গ্রীল ভেঙ্গে গ্যাস সিলিন্ডার, চুলা ইন্ট্রাকশন চুলা সহ রান্নার সমস্ত কিছু নিয়ে যায়। SHARES জাতীয় বিষয়: