শীতের কামড়, এনামুল হক বাবু ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ ছবি: সংগৃহীত শীতের কামড়ঃ এনামুল হক বাবু তোমাদের ওই অট্টালিকায় তোমরা থাকো সুখে আমরা থাকি গাছতলাতে রোদবৃস্টি ভিজে ক্ষুদার জ্বালায় কস্টে থাকি খুজেও পাইনা ভাত কঠিন শীতে জরোসরো কাটেনা শিতের রাত। কুকুর বিড়াল কোলের শিশু উশুম ভাগাভাগী রাত্রী হলে ফিরে আশি যে যেখানেই থাকি, কোলের শিশু বন্ধু ভেবে জড়িয়ে ধরেবুকে পশুহলেও বুঝেতারা থাকে মিলেমিশে। ক্ষুদার জ্বালা যেমন তেমন শীতসহেনা গায় মানুষ ও পশু জরিয়ে ধরে একখানেতে রয়, তোমাদের ওই বারান্দাতে দিও মোদের ঠাঁই শীত দিয়েছে ভিষন কামড় আমরা কোথায় যাই। মানুষ হলেও গরীবমোরা বাচার উপায় নাই উপর তলার মানুষ ভাইরে সহানুভুতি চাই, কপাল গুনে টোকাই মোরা পথেই পরে রই রোদবৃস্টি ঝড়তুফানে যুদ্ধ করেযাই। SHARES সাহিত্য বিষয়: