নষ্টজীবন- ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ এনামুল হক বাবু এনামুল হক বাবু: বাপজান সেতো চলেই গেল কঠিন পিড়া নিয়ে ছাদটা আমার ভেঙ্গেগেল অসময়ের দিনে। সেদিন থেকে সমাজটাকে নতুনকরে জানা চেনা মানুষগুলো যেন অন্যভাবে চেনা।। বাবজান আমার চলেগিয়ে নতুন জনম হলো নতুন করে চিনলাম আমি পুরান মানুষ গুলো। পেটের দায়ে গতোর বেচি, পেটের দায়ে চুরি সমাজ আমায় ঘৃনাকরে অপবাদের ঝুড়ি।। দিনের আলোয় মুখ লুকিয়ে লজ্জা শরম ঢাকি আঁধারহলে ঠোঁট রাঙ্গিয়ে খদ্দের খুঁজতে থাকি। বহুগামি হইছি আমি ফেরার উপায় নাই পেটের জ্বালায় কেঁদেমরি দেখার কেহনাই।। সমাজপতি ভাই ব্রাদার নষ্টা আমায় বলে সুযোগ বুজে তারাই আবার আসে আঁচল তলে। সাধাসাধি সোনা মানিক কতকিছু বলে দিনেরবেলা তারাই আবার চোখ রাঙ্গিয়ে চলে।। একই অঙ্গে এতরুপ সফেদ পোশাক ধারী সমাজপতি ওরাই আবার করছে খবরদাড়ি। রাত পেরিয়ে দিন চলেযায় দুঃখের সিমানাই নষ্ট জীবন বিষিয়ে গেছে শান্তি কোথাপাই।। নষ্টা হলেও মানুষ আমি এই সমাজে থাকি কার কারনে নষ্টাহলাম কেউ দেখেনা ভাবি। এমন জীবন কেউনা গড়ে এই ভুবনে ভাই নারীহয়ে একা থাকার কোন উপায় নাই।। নষ্টাআমি, নষ্টজীবন, সবাই নষ্টাবলে ভদ্রোবেসি মানুষগুলো থাকে মুখোশতলে। আমায় ভালো থাকতে হলে সবাই জেনেরেখো সবার আগে সমাজটাকে পাকপবিত্র রাখ।। ছবিঃ গুগল থেকে সংগ্রহ, SHARES জাতীয় বিষয়: