এনামুল হক বাবুর কবিতা তেল ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ এনামুল হক বাবু তেলঃ তেলের কি ভাই তেলেসমাতি আঁধার ঘরে জ্বলে বাতি। তেলে ভাজা খেতেও মজা বাঁকা বাঁশও হয় যে সোজা।। বানর বেটায় তেলেবাঁশে চড়তে গিয়ে পিছলে পরে। নেতার চরকায় তেল মারিলে ভাগ্যের চাকা এমনি ঘোরে।। বড় যদি হতে চাও উপর ওয়ালাকে তেল দাও। প্রমোশন আর দরবারী তেল মারো তাড়াতাড়ি।। তেল দিয়ে চলে গাড়ী জাহাজ, প্লেন, রেলগাড়ী। তেলের কত তেলেসমাতি তেল মেরে দেখ দেখি।। হরেক রকম তেল আছে এক এক রকম গুন আছে। জায়গা বুঝে তেল মারিলে অসাধ্যটাও সাধ্যে মিলে।। অফিস পাড়া হাসপাতালে তেল ঢালিলে রক্ষা মিলে। বড় হুজুর খুশি হলে রাত’কে দিন, দিবে করে।। হায়রে তেলের তেলেসমাতি যোগ্যতা আর সনদে কী। এ সব কিছু লাগেনা আর তেলের শিশি আছে যাহার।। বড় লোকের স্বভাব কিরে তেলে মাথায় তেলমারে। তেল নাই যার ঘরে দিনেরাতে হুতাস করে।। এই নিয়মে চলছে ভাই তেল ছাড়া উপায় নাই। তেলে তেলে গেছে ভেসে সোনার এই বাংলাদেশে।। SHARES জাতীয় বিষয়: