কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবাসহ গ্রেফতার-১ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২১ এলাহি শাহরিয়ার নাজিম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রঞ্জু মিয়া (৩৬) কে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী সদর ইউনিয়নের চর-ফুলবাড়ী এলাকার শাহজামালের ছেলে। আসামিকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চর-ফুলবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসামি তার নিজ বাড়িতে অবস্থান করছে এবং মাদক বেচাকেনা করছে জানতে পেরে মধ্য রাতে তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। পরে তার শয়নকক্ষ তল্লাশ করে ক্রিকেট বলের ভিতর থেকে ১৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, রঞ্জু মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদককারবারি করে আসছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করে সকালের দিকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: