একজন সনদহীন মুক্তিযোদ্ধার জীবনাবসান। ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২১ একজন সনদহীন মুক্তিযোদ্ধার জীবনাবসান। নিয়ামুল ফাতেমি বীর প্রতীক এর ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া। আমরা ৯ ভাই ২ বোন। মো.সাইফুল ইসলাম ফাতেমী,জুয়েল সবার বড়। ১৯৭১ সালে তিনি ছিলেন এস এস সি পরীক্ষার্থী। পরীক্ষা বাতিল, উনি গেলেন মুক্তি যুদ্ধে। ৮ মাস যুদ্ধ করেছেন। মাঝে মধ্যেই গভীর রাতে দল বল সহ গ্রামের বাড়িতে আসতেন, আমার মা, দাদা-দাদী এবং আমরা পিচ্চিরা তাঁদেরকে খাওয়াতাম। আজ ভোরে আমার সেই ভাই করোনাক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন। ইন্নালিল্লাহে…..। কয়েকদিন আমি তাঁকে জিজ্ঞেস করেছি সনদের বিষয়ে, অভিমান করে জবাব দিতেন। আজ থেকে তিনি সকল অভিমানের উর্ধে। ভাইয়ের জন্য সকলের দোয়া কামনা করছি।। SHARES জাতীয় বিষয়: