কবিতা একটি অদ্ভুত এটিএম বুথ-বাদল আশরাফ ই বা নিউজ ই বা নিউজ প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ বাদল আশরাফ একটি অদ্ভুত এটিএম বুথ বাদল আশরাফ আমি কখনও ব্যাংকে যাই না- আমার কোনো সঞ্চয়ী হিসাব নেই চেকবই কিংবা জমা বইও নেই তবুও আমার কোনো অভাব নেই! আমার কোনো দুঃশ্চিন্তা নেই- ইচ্ছেমত ঘুরিফিরি ফ্যাশন এবং বিনোদনের যা কিছু সবকিছুই আমার জন্য সহজলভ্য! আমার কোনো বিপদ-আপদ নেই লাটাই ছাড়া উড়াই রঙিন ঘুড়ি, আমার পাখা নেই তবুও অবলীলায় আকাশে উড়ি! আমার কোনো গ্রীষ্ম নেই আমার কোনো শীত নেই আমার কোনো বর্ষা নেই- আমার আছে শুধু বসন্ত অফুরান! আমি প্রতিদিন ব্যস্ত বসন্ত উৎসবে- আমার উৎসবে পুষ্পের যোগান আনন্দের আয়োজন কিংবা বাহারি আহার যোগানে ব্যাঘাত ঘটে না এতটুকু, কেননা আমার আয়ত্তে রয়েছে একটি অদ্ভুত এটিএম বুথ যে বুথের অদ্ভুত নামটি হলো- বাবা! SHARES সাহিত্য সাময়িকী বিষয়: